খেলাধুলা ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে লবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে হারাল ভারত। ভারত-পাকিস্তানের ম্যাচ উপলক্ষে মেলবোর্নে জনসমুদ্র নেমে এসেছে। প্রায় লাখ খানেক দর্শক ধারণক্ষমতার এই মাঠে ভারত-পাকিস্তানের মহারণ দেখতে উপস্থিত হয়েছেন ৯০ হাজারেরও বেশি দর্শক। এ ম্যাচে ৪ উইকেটে জয় পায় ভারত।

মেলবোর্নে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান তোলে পাকিস্তান। এ সময় দলের সর্বোচ্চ রান করেন সান মাসুদ ও ইফতেখার। মাসুদ ৪২ বলে ৫২ করে থামেন। ইফতেখার করেন ৩৪ বলে ৫১। তবে শেষে এস চমক দেখান আফ্রিদি। শেষে এসে ৮ বলে ১৬ রান সংগ্রহ করেন এই বোলার। শেষ পর্যন্ত তারা ভারতকে ১৬০ রানের টার্গেট দিতে সক্ষম হয়। এ সময় সর্বোচ্চ ৩ উইকেট করে পান আরসদিপ ও পান্ডিয়া।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে ভারত। শুরুতেই টপাটপ ৪ উইকেট হারিয়ে বিপাকে পরে ভারত। তবে সে চাপ খুব ভালোভাবে সামাল দেন কোহলি ও পান্ডিয়া। কোহলির ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ব্যাটিং ও হার্ডিক এর ৩৭ বলে ৪০ রানে ভড় করে জয়ের মুখ দেখে ভারত। এ সময় সর্বোচ্চ ২ টি করে উইকেট পায় রইফ ও নাওয়াজ।