আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। একটি ইঞ্জিন বিশিষ্ট প্লেনটি একটি বাড়ির ছাদের ওপর আছড়ে পড়লে এ দুর্ঘটনাটি ঘটে। শনিবার (২২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন দায়িত্বরত কর্মকর্তারা। সিএনএন এক প্রতিবেদনে দাবী করা হয়েছে, এ ঘটনায় প্লেনে থাকা সবাই নিহত হয়েছেন।
সিএনএনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে ঠিক কতজন ছিল এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। বাড়ির ওপর বিমান আছড়ে পড়ায় কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়। তবে, আগুন বা বিমান বিধ্বস্তে বিমানের বাইরের কেউ মারা যায়নি।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে, শুক্রবার সন্ধ্যা ৭টার ঠিক আগে কিন ডিলান্ট-হপকিন্স বিমানবন্দরের উত্তরে বিমানটি বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তদন্ত শুরু করেছে। সূত্র – সিএনএন
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.