আব্দুল্লাহ আল-মামুন : “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যে যশোরের শার্শায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের হয়ে যশোর-বেনাপোল মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয় ।
উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নিরাপদ সড়ক দিবসে যানবাহন, মালিক-প্রমিক এবং জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।
এসময় হাইওয়ে সড়কে ভারী যানবাহন চলাচলকারীদের মাঝে নিরাপদ সড়ক দিবসের জনসচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনারদের (ভুমি) ফারজানা ইসলাম, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান, বেনাপোল ফায়ার সার্ভিস কর্মকর্তা রতন কুমার দেবনাথসহ জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অপর দিকে, সকাল ০৯টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নাভারণ হাইওয়ে থানা পুলিশের আয়োজনে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিটি নাভারণ সাতক্ষীরা মোড় হতে শুরু করে যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, নিরাপদ সড়ক দিবসের স্লোগান মেনে সবাইকে গাড়ি চালাতে হবে। কারণ আমরা গাড়ি চালানোর সময় খুবই অস্থির থাকি, অমনোযোগী থাকি। আর এর কারণেই যত বিপত্তি। আমরা নিজেরা সচেতন হলেই দূর্ঘটনা থেকে বাঁচা সম্ভব।
এসময় হাইওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.