আব্দুল্লাহ আল-মামুন, স্টাফ রিপোর্টার : জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর প্রধান সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শুরুতেই জাতির পিতাসহ ১৫ ই আগস্টে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন সাহসী, অসাম্প্রদায়িক ও বিজ্ঞান মনষ্ক ও দুরদর্শী। বঙ্গবন্ধু শুধু বাঙালির নেতা ছিলেন না, তিনি ছিলেন সারা বিশ্বের অবিসংবাদিত নেতা।

আরো বলেন, বঙ্গবন্ধু আজীবন শোষিত ও মুক্তিকামী মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন এবং তাঁর আদর্শ ও দর্শন আমাদের জন্য আধুনিক চিন্তাধারা তৈরির ক্ষেত্রে অমূল্য সম্পদে পরিণত হয়েছে।

বঙ্গবন্ধুর স্মৃতিচারণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বিজয়ের পেছনে বঙ্গবন্ধুর দেশের দল মত নির্বিশেষে সবাইকে একতাভুক্ত করতে পারার আসধারণ ক্ষমতার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য দিয়ে গেছেন। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই। ‘গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা, ও শোষণহীন সমাজ গঠনের চেতনায় ৭১ এ বাঙালি জাতি যুদ্ধ করেছিল। আর বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি বাংলাদেশ থেকে মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা চিরতরে মুছে দিতে চেয়েছিল। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ আগস্টের ঘাতকদের বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।

বলেন, ১৫ আগস্টের ঘটনা বাঙালি জাতির জন্য যেমন বেদনাদায়ক একই সাথে ধারাবাহিকতা থেকে বিচ্ছিন্নতা শুরু করে। বঙ্গবন্ধুর মূল্যবোধগুলো স্বাধীনতা সংগ্রামে প্রেরণা জুগিয়েছে। ১৯৪৮ সাল থেকে বাংলা মানুষের যে চাওয়া ছিল কিন্তু সে চাওয়া আদায়ে তারা হোচট খেতে থাকেন। সেই চাওয়া পূরণে বঙ্গবন্ধু পাকিস্তান আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৫২’র ভাষা আন্দোলনেও তিনি সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। ২১শে ফেব্রুয়ারি তিনি কারাগারে ছিলেন।

তিনি আরও বলেন, ৬২’র শিক্ষা আন্দোলনেও তিনি একটা বিস্ফোরণ ঘটান। পরবর্তীতে তিনি ৬দফা ঘোষণা করেন। মূলত পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের যে বৈষম্য সেটিকে তুলে ধরেন তিনি। ফলে বাংলার মানুষের মাঝে আরেকটা বিস্ফোরণ ঘটে। দেশভাগের সময় পূর্ব পাকিস্তানের জনগণ বেশি ছিল। কিন্তু সংসদে সেই তুলনায় আসন দেওয়া হয়নি। ১৬২ টি আসন ছিল পূর্ব পাকিস্তানে আর ১৩৮টি পশ্চিম পাকিস্তানের। তবে ৭০’র নির্বাচনে ঢালাওভাবে ভোট দিয়ে এ দেশের জনগণ আওয়ামী লীগকে জয়ী করে। এরপর আওয়ামী লীগ সরকার গঠন করবে এটাই স্বাভাবিক কিন্তু পশ্চিমারা তাদের দখল ধরে রাখতে চায় এবং ২৫শে মার্চ রাতে তারা বাংলাদেশের মানুষের উপর আগ্রাসন চালায়।সমন্বয়বাদী চিন্তা থেকে বঙ্গবন্ধু রাজনৈতিক দর্শন তৈরি করেছিলেন। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন বাঙ্গালিদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের ক্যাপাসিটি আছে।

উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ আয়নাল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা অলোক, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, আসাদুজ্জামান বাবলু, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য সাহেব আলী, যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, আরিকুল আলম তুহিন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল, শ্রমিকলীগের আহবায়ক নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিকুর রহমান মন্টু, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, মোকলেছুর রহমান কাকন, বাস্তহারালীগের সভাপতি ইউপি সদস্য আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন শার্শা সদর ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মোরাদ হোসেন, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, উলাশীর সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ আয়নাল হক, পুটখালী ইউপি চেয়ারম্যানও আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফফার সরদার, ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, গোগা ইউপি চেয়ারম্যান তবিবুর রহমান, বেনাপোল পৌর আওয়ামীলীগের যুবলীগের যুগ্ম আহবায়ক আহাদুজ্জামান বকুল, সদস্য জসীম উদ্দিন, ছাত্রলীগের সাবেক সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, অহিদুর রহমান অপু, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।