ডেস্ক রিপোর্ট : যশোরের যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু ১৫ দিন পর জামিন পেয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি যশোর কেন্দ্রীয় কারাগার থেকে বের হন। কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে আসলে উচ্ছ্বসিত দলীয় শতশত নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।

এর আগে গত ১১ আগষ্ট তিনি যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করেন। সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় তাকে শোন এ্যারেষ্ট করা হয়। এ দুই মামলায় জামিন পেয়ে বৃহস্পতিবার বিকেলে তিনি যশোর কেন্দ্রীয় কারাগার থেকে বের হন।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৮ আগস্ট রাতে যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাড়ির সামনে খুন হন যুবলীগ কর্মী সোহাগ। এ ঘটনায় নিহতের ভাই ফেরদাউস হোসেন সোমরাজ আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তৎকালীন ওসি মারুফ আহম্মদ ২০২০ সালের ২০ জুলাই ফন্টু চাকলাদারসহ ১১ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন।