আব্দুল্লাহ আল-মামুন, স্টাফ রিপোর্টার : বেনাপোলের সাংবাদিক মুসলিম উদ্দিন পাপ্পুর বিরুদ্ধে জালিয়াতি ও খুন জখমের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তার শ্বশুর। পাপ্পু ৭১ টিভির বেনাপোল প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। মঙ্গলবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পাপ্পুর শ্বশুর রবিউল ইসলাম কালু এ অভিযোগ করে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার এক ছেলে এক মেয়ে। সাংবাদিক পাপ্পু আমার জামাই। ছেলে বিদেশে থাকে। আমি বেনাপোল মৌজার আর এস ৮৮৪ দাগের ৫ শতক ও বোয়ালিয়া মৌজার আর এস ৩৩২১ ও ৩৩২২ দাগের ১৪২৫ শতক জমি ছেলে ইকবাল হোসেনর নামে ক্রয় করে রেজিষ্ট্রি পরবর্তী নামপত্তন করা হয়।

তিনি আরো বলেন, এ জমি ছেলে ইকবালের নামে রেজিস্ট্রি করায় জামাই পাপ্পু আমার উপর ক্ষিপ্ত হয়ে নানা ষড়যন্ত্র করতে থাকে। এরপর পাপ্পু একদিন আমার মেয়ে লাভলী আক্তার ও ছেলে ইকবাল হোসেনের নামে রেজিস্ট্রি হওয়া ওই জমির একটি দলিল আমাকে দেখায়। মুল দলিলের সাথে পাপ্পুর দেয়া দলিল মিলিয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এ ব্যাপারে পাপ্পুসহ সাতজনকে আসামি করে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে আদালতে মামলা করি । এতে ক্ষিপ্ত হয়ে পাপ্পু মেয়ে লাভলী আক্তারকে হত্যা করে আমার উপর দোষ সহ আমাকে প্রতিনিয়ত খুন জখমের হুমকি দিচ্ছে। একই সাথে পাপ্পু সাংবাদিক হওয়ায় র‌্যাব-পুলিশ দিয়ে আমাকে ধরিয়ে মিথ্যা মামলা দেয়ারও হুমকি দিচ্ছে। তিনি প্রতারক পাপ্পুকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।