খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ আগস্ট ১৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1731 বার
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর)থেকে : যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায় বলেছেন,বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা যেমন স্বাধীনতা পেতাম না তেমনই পেতাম না বাংলাদেশ নামক এই ভূখণ্ড । বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা বিনির্মাণের। তাঁর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, দেশে আজও স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ইসলামী মূল্যবোধকে ধ্বংস করতে চক্রান্ত চলছে। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
মঙ্গলবার(১৬ ই আগস্ট) বিকেলে যশোরের বাঘারপাড়া থানা পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
থানা চত্বরে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্ সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মুকিত সরকার, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, জামদিয়া ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হরিপদ রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, প্রেসক্লাব সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
এছাড়া উপস্থিত ছিলেন, রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু সাহা,বাসুয়াড়ী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার,দরাজহাট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আজগর আলী,অরুন অধিকারী, শচীশচন্দ্রনাথ বিশ্বাস,নিখিল আঢ্য,নুর মোহাম্মাদ পাটোয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন থানার উপ-পরিদর্শক রাজ কিশোর পাল। শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।