খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ আগস্ট ৪, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5515 বার
আব্দুল্লাহ আল-মামুন, স্টাফ রিপোর্টার : অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত যশোরের চৌগাছায় ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। এ সময় বালি উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রাম ট্রাকসহ উত্তোলনের যন্ত্রপাতি জব্দ করা হয়। যার নম্বর যশোর ড- ১১-১১৬৮। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জগদিশপুর গ্রামে এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত যশোর ড-১১-১১৬৮ নম্বর ড্রাম ট্রাক, ৭টি ব্যালচা, ১টি কুদাল, ১টি দা, ২টি খাট ও ১ টি টিন সেটের ঘর জব্দ করেন। চৌগাছা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলেন, পাতিবিলা গ্রামের শাহাদুল ইসলামের ছেলে শাহাজাহান আলী (৩৫), একই গ্রামের আলেক হোসেনের ছেলে আজিম হোসেন (২৩), মৃত মাহাতাব আলীর ছেলে শাহালম (৩৫), সলেমান হুসাইনের ছেলে তরিকুল ইসলাম (৪১) ও যশোর সদর উপজেলার জগহাটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রুবেল হোসেন (৩০)।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস অবৈধভাবে বালি উত্তোলনের জন্য বালিমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে তাদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।