খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুলাই ২৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3322 বার
আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের নবীবনগর মিস্তিরি পাড়ার (পূর্ব পাড়া) তাহসিন (১২)কে বাঁচাতে আর্থিক সহযোগিতা কামনা করেছেন তার পিতা দরিদ্র ভ্যানচালক জয়নাল আবেদিন।
তাহসিন এর পিতা জানান তিন সন্তানের মধ্যে তাহসিন বড়। পরিবারের সকলের ইচ্ছা তাকে হাফেজ বানাবে। এজন্য তাকে ভর্তি করা হয়েছিল পার্শ্ববর্তী মনিরামপুর উপজেলার বাসুদেবপুর হাফেজিয়া মাদরাসায়। গত ৮/৯/২২ তারিখ শুক্রবার ঈদুল আজহার দুদিন আগে সে বাইসাইকেলে চড়ে বাসুদেবপুর বাজারে যাচ্ছিলো চুল কাটাতে। পথিমধ্যে মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়েছিল। কিসের সাথে দূর্ঘটনা ঘটেছে সেটি জানা যায়নি। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স সেখান থেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।কিন্তু অবস্হার অবনতি হওয়ায় ডাক্তারের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নীরিক্ষা করে দেখা যায় তার মাথার খুলির হাড় ভেঙে ভেতরে ঢুকে গেছে। বাড়ির একটি পোষা গরু বিক্রি করে এবং ধারদেনা করে সেখানে ছেলের অপারেশন করা হয়েছে। টাকা শেষ হয়ে যাওয়ায় চিকিৎসা শেষ না করেই ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছি। ছেলেটি এখন অস্বাভাবিক আচরণ করছে। মাথায় ৪৫টি সেলাই দেওয়া আছে। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। ভ্যানচালিয়ে ৭ জনের সংসার চালানো অনেক কষ্টসাধ্য ব্যাপার। অর্থের অভাবে তাহসিনের চিকিৎসা বন্ধ আছে। সমাজের বিত্তবান মানুষের কাছে তিনি তার ছেলের জীবন বাচানোর জন্য আর্থিক সহযোগিতা প্রার্থনা করেন। তাদের সহযোগিতা পাঠানোর বিকাশ নং ০১৯৬৯০৩৩৩৮০ (তাহসিনের দাদা শহিদুল ইসলাম)।