খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুলাই ১৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3888 বার
ঝিকরগাছা প্রতিনিধি: জনপ্রিয় ও বহুল প্রচলিত ইংরেজি “এপ্লাইড গ্রামার ও টিসিং অব টেন্স” বইয়ের লেখক আবু দাউদ (৮৪) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি যশোরের ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি কীর্তিপুর নিজ বাসভবনে মারা যান। আবু দাউদ ১৯৭২ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নানান জটিল রোগে ভুগছিলেন। তিনি জনপ্রিয় ও বহুল প্রচলিত “এপ্লাইড গ্রামার ও টিসিং অব টেন্স” বইয়ের লেখক ছিলেন।
বুধবার সকাল আটটায় ঝিকরগাছা বিএম হাইস্কুলের মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় তার ছাত্ররাসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। জানাজার নামাজ পড়ান ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আকবর হুসাইন। জানাজা শেষে তাকে ঝিকরগাছা পৌরসভার পায়রাডাঙ্গা গ্রামের শ্বশুর বাড়ির কবরস্থানে দাফন করা হয়।
এদিকে সর্বশ্রদ্ধাভাজন ব্যক্তি আবু দাউদের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও সাধারণ সম্পাদক মুছা মাহমুদ।