জাতীয় সংবাদ | তারিখঃ জুলাই ২৯, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 4342 বার
নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারসহ ৯ দফা দাবি আদায়ে রাজধানীর বিভিন্ন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করেছেন শিক্ষার্থীরা। এসময় অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে মিরপুর ১০, ইসিবি চত্বর, প্রেসক্লাব ও সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভের চেষ্টাকালে তাদের আটক করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির গণমাধ্যমকে জানান, বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর ১০ নম্বরের গোলচত্বর থেকে ১০ জনকে আটক করা হয়েছে।
এছাড়া ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে ১০ জনকে আটকের কথা জানান নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মো. রেফাতুল ইসলাম।
দুপুর সাড়ে ১২টার দিকে ইসিবি চত্বরে দায়িত্বরত পুলিশের একজন কর্মকর্তা জানান, কয়েকজন বিক্ষোভকারী গলি থেকে ইটপাটকেল ছুড়ছিল। পুলিশ তাদের সরিয়ে দিয়েছে ও কয়েকজনকে আটক করেছে।
এদিন জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সমবেত হওয়ার তথ্য পেয়ে সকাল ১১টা থেকেই পুলিশ পল্টন মোড় থেকে কদম ফোয়ারা মোড় পর্যন্ত রাস্তা বন্ধ করে দেয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। রাস্তা বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। বিকাল চারটা পর্যন্ত এই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে রাস্তা খুলে দিলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এদিকে শিক্ষার্থীরা প্রেসক্লাবে আসার চেষ্টা করলে পুলিশ ধড়পাকড় চালায়। এতে ছত্রভঙ্গ হয়ে পরে তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ আজ কর্মসূচি ঘোষণার পর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
সমন্বয়কদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ঢাকার ৮টি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানানো হয়েছিল। স্থানগুলো হচ্ছে- সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেট, প্রেস ক্লাব, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর-১০, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী।
এসব এলাকায় আজ সকাল থেকেই পুলিশ মোতায়েন করতে দেখা যায়। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হেলিকপ্টারের টহলও দিতে দেখা যায়। সেনাবাহিনীর সদস্যদেরও রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিতে দেখা যায়।