খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ এপ্রিল ২৪, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 5739 বার
আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রদান করা ভুল তথ্যে বদলী হওয়া হলোনা সহকারী শিক্ষিকার। আর চাঞ্চল্যকর এই ঘটনার শিকার নাভারন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিজা আক্তার এবং যিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি হলেন ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস।
লিজা আক্তার জানান, আমি গত ৩০ মার্চ প্রকাশিত বদলীর সমস্ত নীতিমালা মেনে অনলাইনে আবেদন করি। সবকিছু ঠিকই ছিলো। কিন্তু পরে দেখি আমাদের কর্মকর্তা আমাকে মাতৃত্বকালীন ছুটি দেখিয়ে রিপোর্ট দিয়েছেন। আর সে কারণে আমার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। আমি প্রতিদিন স্কুল করছি। আমার বাচ্চার বয়স ৮ বছর। তিনি কোন তথ্যের ভিত্তিতে আমার মাতৃত্বকালীন ছুটি দেখালেন সেটা বুঝতে পারলাম না। এর প্রতিকার চেয়ে আমি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।
ঘটনার বিষয়ে জানতে ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস বলেন, এটা একটা ভুল হয়েছে। অন্য একজনের তথ্য তার নামে আপলোড হয়ে গেছে। বিষয়টি মিমাংসার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।