জেলার খবর, ঢাকা, ঢাকা বিভাগ | তারিখঃ এপ্রিল ১৯, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 13020 বার
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পশ্চিম ভাষানটেকে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘট্নায় শিশু লামিয়াও (৭) মারা গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এ নিয়ে মৃতের সংখ্যা চার জনে দাঁড়াল।
বর্তমানে লিটন দম্পতির তিন সন্তানের মধ্যে লিজা (১৫) ও সুজন (৮) চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থাও শঙ্কামুক্ত নয়।
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মৃত আলী নেওয়াজের ছেলে লিটন। তিন ভাই চার বোনের মধ্যে তিনি ছিলেন বড়।
গত ১২ এপ্রিল ভোর চারটার দিকে ভাষানটেক থানাধীন মিরপুর-১৩ নতুন বাজার কালভার্ট রোডে একটি দ্বিতীয় তলা বাড়ির নিচ তলায় ভাড়া বাসায় বিস্ফোরণ ঘটে। এরপর দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে সকালে শেখ হাসিনার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।