উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় শ্রী শ্রী তারক গোসাঁই’র বাড়িতে জয় ঢংকা কাশির ছন্দে মুখরিত। শুভ অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে তিরোধান তিথির অনুষ্ঠান। শনিবার মহোৎসব আর রবিবার মীন মহোৎসব অনুষ্টিত হবে।

তিরোধান দিবসকে সামনে রেখে সকাল থেকেই বিভিন্ন এলাকার ভক্ত অনুরাগী নড়াইলের লোহাগড়া পৌরসভাধীন কবিধাম জয়পুর গ্রামে আসতে শুরু করেন। গোঁসাইবাড়ি সেজেছে অপরুপ সাজে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, এ উপলক্ষে কবিধামসহ আশেপাশের এলাকাজুড়ে গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। দোকানীরা হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছে।

তারক গোঁসাইয়ের তিরোধান তিথিতে লক্ষ লক্ষ মতুয়া ভক্ত ও অনুসারীদের পদচারণায় মুখরিত গোঁসাই বাড়ি। জয় ঢংকার শাব্দিক ছন্দে মুখরিত গোঁসাই বাড়িসহ আশেপাশের এলাকা। বসেছে বিভিন্ন রকমারি খাবারের দোকান।