নিজস্ব প্রতিবেদক ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট থেকে দ্বীপ মণ্ডল (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে দরাজহাট ইউনিয়নের দেবীনগর সার্বজনীন শীব মন্দিরে তার লাশটি পড়ে ছিল। তিনি খুলনা ফুলতলার বানিয়াপুকুর গ্রামের বিশ্বনাথ মন্ডলের ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, দ্বীপ মণ্ডল দীর্ঘদিন যাবৎ জটিল কিডনি রোগে ভুগছিলেন। তিনি স্বপ্নে দেখেন দেবীনগর সার্বজনীন শীব মন্দিরে সেবাইতের কাজ করলে রোগমুক্তি পাবেন। মামাবাড়ি বাসুয়াড়ি ইউনিয়নের সৈয়দ মাহমুদপুর

গ্রামে হওয়ায় এবং এলাকাটি পরিচিত হওয়ায় গত ৬ ফেব্রুয়ারি মন্দিরে আসেন এবং সেই থেকে মন্দির পরিস্কার-পরিচ্ছন্নতাসহ পূজারীর কাজ করে আসছিলেন।এলাকাবাসীও দ্বীপকে খাবার সরবরাহ করতেন বলে জানা গেছে। ঘটনার দিন রাতে দেবীনগর গ্রামের

স্নেহলতা (৮০) নামের এক বৃদ্ধা মন্দিরে পূজা দিতে এসে দ্বীপকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান। অনেক ডাকাডাকির পরও ঘুম থেকে না উঠলে মন্দিরের পাশের লোকদের ডাক দেন। এসময় স্থানীয়রা এসে দ্বীপকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা

বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরন করে। এখন পর্যন্ত এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। কারণ সুরতহাল রিপোর্টে লাশের শরীরে কোনো আঘাত বা কাটা-ছেঁড়ার দাগ পাওয়া যায়নি। ময়না তদন্তের রির্পোট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে-এমনটাই ধারণা করা হচ্ছে।