নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের এক দিন পর বৃহস্পতিবার মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৩৬ জন। এর মধ্যে পূর্ণমন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী রয়েছেন ১১জন। তাদের মধ্যে দুজন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। প্রথমে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথবাক্য পাঠ করানো হয়।

বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানান মন্ত্রী, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ৩৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে পূর্ণমন্ত্রী হয়েছেন ২৫ জন। আর প্রতিমন্ত্রী হয়েছেন ১১ জন।

পূর্ণমন্ত্রী হলেন যারা-

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র. আ. ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, রেলমন্ত্রী জিল্লুল হাকিম, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও কৃষিমন্ত্রী আব্দুস শহীদ।

প্রতিমন্ত্রী হলেন যারা-

নসরুল হামিদ বিপু বিদ্যুৎ বিভাগে, খালিদ মাহমুদ চৌধুরী নৌ-পরিবহন মন্ত্রণালয়, জুনাইদ আহমেদ পলক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, জাহিদ ফারুক পানিসম্পদ মন্ত্রণালয়, কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, মো. মহিব্বুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মোহাম্মদ আলী আরাফাত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বেগম ‍রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও আহসানুল ইসলাম টিটু বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

মন্ত্রিসভার আকার আরও বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।