জেলার খবর, রাজশাহী, রাজশাহী বিভাগ | তারিখঃ জুন ২১, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 5141 বার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন শহীদ এএইচএম কামারুজ্জামানের সন্তান এএইচএম খায়রুজ্জামান লিটন। নৌকার প্রার্থী লিটন ১৫৫টি কেন্দ্রে ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৩৯৩ ভোট।
এর আগে দুইবার রাজশাহীর নগর পিতা ছিলেন খায়রুজ্জামান লিটন। ২০০৮ সালে প্রথম এবং ২০১৮ সালে দ্বিতীয় বারের মতো মেয়র হন তিনি। রাজশাহী নগরীকে সাজানোর সুনিপন কারিগর, আধুনিক রাজশাহীর রূপকার খায়রুজ্জামান লিটন। তার হাত ধরে প্রতিনিয়তই বদলে যায় রাজশাহী মহানগরী। প্রশস্ত সড়ক, পরিচ্ছন্ন পরিবেশ, নির্মল বায়ু, সবুজ আর ফুলে ফুলে সাজানো সড়ক বিভাজক, কারুকাজ, উন্নত নাগরিক সুযোগ-সুবিধা, দৃষ্টিনন্দন রাতের আলোকায়ন-এই নগরীকে করে তুলেছেন আকর্ষণীয়। ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে দেশসেরা শহরে পরিণত হয়েছে রাজশাহী মহানগরী। তাছাড়া যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে এসেছে আমূল পরিবর্তন। প্রধান প্রধান সড়কগুলোকে চারলেনে উন্নীত করেছেন। ২০১৯ সালের ২৫ এপ্রিল রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেন উদ্বোধনের মধ্যদিয়ে পূরণ করেন তার অন্যতম একটি নির্বাচনী প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে ট্রেনটির উদ্বোধন করেন।