আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বাসভবন জামান পার্কে অভিযান চালাতে আদালত থেকে ওয়ারেন্ট পেয়েছেন পাঞ্জাব পুলিশ। শুক্রবার (১৯ মে) ওয়ারেন্ট পায় বলে জিও নিউজের খবরে বলা হয়েছে।

স্থানীয় গনমাধ্যম সূত্রে জানা যায়, পাঞ্জাব সরকার শান্তিপূর্ণভাবে জামান পার্কে অভিযান চালানোর আগে পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধানের সঙ্গে আলোচনা করতে একটি টিম পাঠাবেন।ওয়ারেন্টে বলা হয়েছে, পুলিশ সুপারিনটেনডেন্ট পদের একজন অফিসার দলটির নেতৃত্ব দেবেন যার মধ্যে মহিলা কর্মীরাও থাকবেন। এছাড়া লাহোর বিভাগের কমিশনার অনুসন্ধান দলের সঙ্গে থাকবেন।

এর আগে বুধবার (১৭ মে) পাঞ্জাব সরকার অভিযোগ করেন, ইমরান খানের বাসভবনে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী রয়েছে। এসব সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পিটিআই নেতাকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল।তবে ২৪ ঘণ্টার সময়সীমা বৃহস্পতিবার পার হয়ে গেলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরই পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মির বলেন, জোর করে ইমরান খানের বাসায় তল্লাশি চালানো হবে। তবে এক্ষেত্রে ইমরান খানের অনুমতি নেওয়া হবে এবং তল্লাশির সময় ক্যামেরা সামনে থাকবে।