খুলনা বিভাগ, জেলার খবর, ঝিনাইদহ | তারিখঃ মার্চ ২৫, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 9355 বার
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় পিস্তল ও গুলিসহ আল আমিন নামে এক ব্যক্তিকে আটক করেছে। অস্ত্রধারী আল আমিন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়হরিশপুর গ্রামের আবু তালেবের ছেলে।
বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার রাতে দৌলতগঞ্জ আইসিপি সংলগ্ন চ্যাংখালী এলাকায় বিজিবি সদস্য অভিযান চালায়। এ সময় আল আমিন ওই রাস্তা দিয়ে জীবননগরের দিকে যাচ্ছিল। তাকে চ্যঅলেঞ্জ করছে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে দেহ তল্লাসীর পর একটি ভারতীয় তৈরী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। শনিবার তাকে জীবননগর থানায় সোপর্দ করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে বিজিবির নতুনপাড়া এলাকায় থেকে বিজিবি সদস্যরা প্রায় ৬৪ লাখ টাকা মুল্যের ৭টি সোনার ফ্লাটবারসহ জুয়েল হোসেন নামে এক সোনা কারবারীকে আটক করেছে। জুয়েল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিন চাঁদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। শনিবার সকালে মহেশপুর বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানার দিকনির্দেশনা অনুযায়ী তাকে আটক করা হয়। এদিকে জীবননগর উপজেলার গয়াসপুর এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ১৮ লাখ টাকা মুল্যের ৫৬টি ভারতীয় এনড্রয়েড ফোন ও ১৪৪টি এনড্রয়েড ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে। বিজিবির এই তিনটি পৃথক অভিযানের খবরটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার বিকালে জানানো হয়।