সারাবিশ্ব | তারিখঃ মার্চ ১৭, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 6651 বার
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে সর্বমোট ৯ মামলায় সুরক্ষা জামিন দিয়েছেন লাহোর হাইকোর্ট। শুক্রবার (১৭ মার্চ) ইমরানকে সন্ত্রাসবাদের ৮টি মামলা ও একটি দেওয়ানী মামলায় জামিন দেয়া হয়। এর আগে কোর্টের নির্দেশ মেনে আদালতে স্বশরীরে হাজির হয়ে জামিন চান ইমরান খান।
একাধিক স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এদিন ৯ মামলায় সুরক্ষা জামিন চেয়ে আদালতে হাজির হন পিটিআই প্রধান। এই ৯ মামলার পাঁচটি ইসলামাবাদ ও চারটি লাহোরে দায়ের করা হয়। বিচারপতি তারিক সালিম শেখ ও বিচারপতি ফারুক হায়দারের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চে সন্ত্রাসবাদের মামলাগুলোর জামিন শুনানি অনুষ্ঠিত হয়। ইসলামাবাদের পাঁচ মামলার জন্য ইমরানকে ২৪ মার্চ পর্যন্ত জামিন দেন আদালত। আর লাহোরের তিন মামলায় ২৭ মার্চ পর্যন্ত জামিন পেয়েছেন ইমরান খান।
এদিকে ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা দেওয়ানী মামলার শুনানিও শুনেছেন বিচারপতি শেখ। এই মামলায় পিটিআই প্রধানকে ২৭ মার্চ পর্যন্ত জামিন দিয়েছেন আদালত।
সূত্র: জিও টিভি