আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন থেকে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রত্যাহার করে নেওয়ার পর লাহোরের জামান পার্কে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের উল্লাসে ফেটে পড়তে দেখা গেছে। বুধবার প্রবল প্রতিরোধের মুখে ইমরান খানকে গ্রেপ্তার করতে আসা পাক রেঞ্জার্স ও পুলিশের সদস্যদের পিছু হটতে বাধ্য করার পর তারা উল্লাস-উদযাপনে মেতে ওঠেন।

এর আগে, বুধবার ভোরের দিকে পাক রেঞ্জার্স ও পাঞ্জাব পুলিশের সদস্যদের সহায়তায় ইসলামাবাদ পুলিশ তোশাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের প্রচেষ্টা শুরু করে। আগের দিন মঙ্গলবারও ইমরান খানকে গ্রেপ্তারে তার বাসভবনে পৌঁছানোর চেষ্টা করলেও পিটিআইয়ের কর্মী-সমর্থকদের প্রবল বাধার মুখে শূন্য হাতে ফিরতে হয় আইনশৃঙ্খলাবাহিনীকে।

এই মামলায় কয়েক দফা শুনানিতে অংশ নেননি পিটিআইয়ের এই চেয়ারম্যান। যে কারণে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দেশটির আদালত।

বুধবার সকালে ইমরান খানকে গ্রেপ্তার করতে গিয়ে পিটিআই কর্মীদের কঠোর প্রতিরোধের মুখোমুখি হয় আইনশৃঙ্খলাবাহিনী। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পিটিআইয়ের কর্মী-সমর্থকের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।