রাজনীতি | তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 12023 বার
নিজস্ব প্রতিবেদক : একাত্তরে দোসরের দল জাতিকে মেধাশূন্য করতে ১৪ ডিসেম্বর হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
বুধবার সকালে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির রাজনৈতিক সংযোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জবাবে তিনি বলেন, ‘বিএনপি পাকিস্তানের ভাবাদর্শ বা ধ্যানধারণায় বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে করে গণতান্ত্রিক ব্যবস্থায়।’
‘রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের (জামায়াত) সঙ্গে জোট করতে হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে যারা দাবি করে, সেই আওয়ামী লীগকেও কিন্তু তাদের সঙ্গে জোট করতে হয়েছে। তারা ১৯৯৬ সালে জামায়াতের সঙ্গে জোট করেছিল।’ যোগ করেন ড. মঈন।
‘আজ এ আওয়ামী লীগ গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি।
শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রেক্ষাপট নিয়ে মঈন খান বলেন, ‘একাত্তরের সেই দোসরের দল জাতিকে মেধাশূন্য করতে, চিরতরে ধ্বংস করতে ১৪ ডিসেম্বরের সেই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল। তারা ভালো করে জানতো, সেই শিক্ষিত বুদ্ধিজীবীদের হত্যা করতে পারলে বাংলাদেশকে মেরুদণ্ডহীন করা যাবে।’