সরকারি নিয়মনীতি মানছে না মফস্বলের বাজারগুলোতে
নিজস্ব প্রতিনিধি ঃ শার্শা উপজেলাধীন বিভিন্ন মফস্বলের বাজার গুলোতে মহামারী করোনার সরকারি নির্দেশনা সামাজিক দুরুত্ব বজায় রাখার কোন নিয়মনীতি মানা হচ্ছে না। সরকারের নিয়ম অনুযায়ী বাজার ঘাট চলবে সকাল ৮ টা হতে বিকাল ২ টা পর্যন্ত কিন্তু শার্শার বালুন্ডা বাজার, রামপুর, গোগা, গোড়পাড়া, শিকারপুর ইত্যাদি বাজার গুলোতে দোকান পাট রাত ১০ টা/ ১১ টা পর্যন্ত খোলা থাকতে দেখা গেছে। এতে করোনার ঝুকি দিন দিন বেড়ে চলেছে। এই সব বাজারের উৎসাহ পেয়ে পাড়াগায়ের চায়ের দোকান গুলোও খোলা রাখছে রাত ১২ টা পর্যন্ত। বিশেষ করে বালুন্ডা বাজারের চায়ের দোকানগুলি দেখলে মনে হবে বাজার বসেছে। গভীর রাত পর্যন্ত এসকল চায়ের দোকানে আড্ডা চলে।
এ ব্যাপারে বালুন্ডা বাজার কমিটির সভাপতি মোকলেছুর রহমান মুকুলের সাথে আলাপকালে তিনি জানান, বাজার কমিটির পক্ষ থেকে সরকারি নির্দেশনা প্রচার করলেও কেউ গুরুত্ব দিচ্ছে না। বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেন।