সবার কাছে হাতজোড় করে অনুরোধ
সবার কাছে হাতজোড় করে অনুরোধ আগামী কয়েকটা দিন ঘরে থাকুন। সৃষ্টিকর্তাকে স্মরন করুন। এই রোগ যদি মহামারী আকারে ছড়িয়ে যায় এই ধাক্কা আমরা সামলাতে পারব না। তখন বিনা চিকিৎসায় আমাদের মারা যেতে হবে – প্রিয়জনের মৃত্যুর সংবাদ শুনবেন – কিন্তু আপনি যেতে পারবেন না তাকে শেষ বারের মত দেখতে। সবাই প্রিয়জনকে ঘরে থাকার পরামর্শ দিন প্লীজ। এই দূর্যোগের সময় একদিন কেটে যাবে। সবাই মনে সাহস রাখুন। আল্লাহকে ডাকুন।পাশের অস্বচ্ছল মানুষটিকে সহযোগিতা করুন। যে যেখানে আছেন- ভালো থাকুন, নিরাপদে থাকুন-সুস্থ থাকুন। নতুন কোন ভোরে সবার সাথে আবার দেখা হবে।
আসাদুজ্জামান আসাদ
প্রধান সম্পাদক
গ্রামের সংবাদ