শিক্ষাই জাতির উন্নয়নের চাবিকাটি : প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য
আনিছুর রহমান,রাজগঞ্জ(যশোর):- শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন করা সম্ভব নয়। তাই উন্নত জাতি গড়ে তোলার একমাত্র চাবিকাটি হলো সুশিক্ষা। সুশিক্ষিতরাই দেশকে উন্নতির দিকে ধাবিত করতে পারে। শিক্ষার পাশাপাশি চেষ্টা করাটাই হলো উন্নতির অন্যতম ধাপ। তাই একটা সফল জাতি বা দেশ গড়ার একদিকে যেমন শিক্ষার প্রয়োজন তেমনি চেষ্টারও প্রয়োজন রয়েছে অধিক। চেষ্টা করে সাফল্য বয়ে আনা যায়। তাই চেষ্টার বিষয় তুলে ধরে এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা উল্লেখ করেন। পর্যাটন কেন্দ্র, শিশুপার্ক, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ আওয়ামীলীগ সরকারের ধারাবাহিক উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরেন। শুক্রবার বিকেলে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি ”প্লাটিনাম জুবিলি” অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য (এমপি) তার বক্তব্যে এ কথা বলেন। অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রনালয়ের সাবেক শিক্ষা সচিব ও বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসার ড: মোল্লা আমীর হোসেন, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্জ রহমতুল্লাহ। বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা আ,লীগের সভাপতি আলহাজ্জ কাজী মাহমুদুল হাসান, সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝাঁপা ইউপি চেয়ারম্যান সামছুল হক মন্টু, চেয়ারম্যান আবুল হোসেন, চেয়ারম্যান মনিরুজ্জামানি মনি, আব্দুল হামিদ সরদারসহ স্থানীয় সকল ইউনিয়নের আ,লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের প্রতিষ্ঠাকাল থেকে ২০২০ সাল পর্যন্ত সকল এসএসসি ব্যাচের অধিকাংশ শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। বিদ্যালয় হতে এ পর্যন্ত ১৩ জন অবসর প্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তলন ও জাতীয় সংগীত এবং কুচকা আওয়াজের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দিন ভোর বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধার পর আগত শিল্পিদের মধ্যে শুরু হয় সাংস্কৃতি সন্ধা । সর্বশেষ উম্মক্ত মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে রাজগঞ্জ বঙ্গবন্ধু নাট্য সংস্থার আয়োজনে সামাজিক নাটক ”শুরা নারী নিয়তি”।