শালিখায় সেনাবাহিনী কর্তৃক গর্ভবতী মহিলাদের বিনামূল্যে চিকিৎসা সেবাদান
বাবুল মোস্তফা, শালিখা প্রতিনিধিঃ প্রবেশ পথের ডানপাশে জীবাণুনাশক স্প্রে, সামনে গর্ভবতী মহিলাদের বসার জায়গা, নিশ্চুপ নিরিবিলি মনোমুগ্ধকর পরিবেশের চারপাশে সতর্কীকরণ ফেস্টুন ঝুলানো এমনি পরিবেশে মাগুরার শালিখায় মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর কর্তৃক ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ও লেফটেন্যান্ট কর্নেল মাইনুল ইসলামের নির্দেশনায় গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। সেবামূলক এ কার্যক্রম বাস্তবায়নে ছিলেন ৫৫ আর্টিলারি ব্রিগেড(১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি)। মঙ্গলবার সকাল থেকে উপজেলার ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ঢাকা সি এম এসের মহিলা বিষয়ক চিকিৎসক লেফটেন্যান্ট কর্নেল ফাতেমা এর তত্ত্বাবধানে তিনটি পৃথক কক্ষে স্থানীয় একজন চিকিৎসকসহ মোট পাঁচজন চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেয়া হয়। এ কার্যক্রমে প্রত্যেকটি গর্ভবতী মায়েদের দুই প্রকার রক্ত পরীক্ষা, কভিড-১৯ এর নমুনা সংগ্রহ, মাস্ক, স্যানিটাইজার, সাবানসহ প্রয়োজনীয় ঔষুধ সরবরাহ করা হয়। এর আগে স্থানীয় জনপ্রতিনিধি ও বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গ্রামে গ্রামে মাইকিং করা হয়। চিকিৎসা নিতে আসা কযেকজন মহিলার সাথে কথা বললে তারা জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সেবামূলক এ কাজের প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি।