শালিখায় বজ্রপাতে কৃষক মুরাদ হোসেনের মৃত্যু
বাবুল মোস্তফা, শালিখা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় বজ্রপাতে মুরাদ হোসেন (৫০)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার জুনারী গ্রামের ধান ক্ষেতে এ ঘটনাটি ঘটে। নিহত মুরাদ উপজেলার আড়পাড়া ইউনিয়নের জুনারী গ্রামের মোঃ ওমর আলীর বড় ছেলে। জানা গেছে মুরাদ হোসেন দুপুরে বৃষ্টির মধ্যে জুনারী গ্রামের দক্ষিণ মাঠে ধান ক্ষেতে কাজ করতে ছিল। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।