শালিখায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
বাবুল মোস্তফা, শালিখা প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলায় বজ্রপাতে মিজানুর রহমান(৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্র বিকাল ৪টায় উপজেলার দক্ষিণ শরুশুনার ধান ক্ষেতে এ ঘটনা ঘটে৷নিহত মিজানুর শালিখা ইউনিয়নের দক্ষিণ শরুশুনা গ্রামের মৃত- আব্দুল হামিদ খানের পুত্র।জানাগেছে দক্ষিণ শরুশুনা মীনা পাড়ার মাঠে ধান কাটাতে গিয়ে ব্জ্রপাতে তিনি আহত হন। পরে স্বজনরা উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে নিজ গ্রামেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন