শালিখায় করোনা রোগী খুঁজে বের করে বাড়ি লকডাউন
বাবুল মোস্তফা, শালিখা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় করোনা রোগী খুজে বের করছে শালিখা থানা পুলিশ। আজ শনিবার মোবাইল ট্রাকিং এর মাধ্যমে তাকে খুঁজে বের করা হয়।জানা গেছে সে বরইচারা অভয়চরন মাধ্যমিক বিদ্যালয়ের মৌলভি শিক্ষকের বড় ছেলে ঢাকা থেকে করোনা সনাক্ত হওয়ার পরে সেখান পালিয়ে যশোরে পূনরায় নমুনা পরীক্ষা করিয়ে সেখান থেকেও ফলাফল পজেটিভ আসলে পরে সেখান থেকে পালিয়ে গতকাল শুক্রবার ভুল ঠিকানা দিয়ে শালিখা আড়পাড়ার আলু ব্যবসায়ী অনুর বাড়িতে এসে ওঠে যেখানে তার পরিবার থাকে। পুলিশ প্রশাসন জানতে পেরে তার বাড়ি লকডাউন ঘোষনাসহ তাকে নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে রেখেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান বলেন করোনা শনাক্তকারী ব্যক্তিকে নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তার বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যশোর থেকে তার মোবাইল নাম্বার পেয়ে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে খুঁজে বের করি এবং বর্তমানে তিনি বাড়িতেই আছেন।