শালিখার আড়পাড়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে
শালিখা(মাগুরা) প্রতিনিধিঃ আগামী ১২ই মার্চ শালিখা উপজেলা সদর আড়পাড়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বাজারের ব্যবসায়ীদের কাছে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। নির্বাচনে ১৭টি পদের বিপরিতে ৩২ জন প্রার্থী রয়েছে, এর মধ্যে ১ জন সহসভাপতি পদে বিনা প্রতিদন্ধীতায় ১জন বিজয়ী হয়েছে। নির্বাচনে মোট ভোটার ৯৬৯জন ভোটার ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। বাজার কমিটির নির্বাচন হলেও উপজেলা সদরে অবস্থিত হওয়ায় এই নির্বাচন খুবই গুরুত্ব পূর্ন হিসাবে বিবেচনা করা হচ্ছে। অবস্থান ঠিক রাখতে প্রার্থীরা দলে দলে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। অন্য দিকে রং বেরংয়ের পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে বাজারের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। বাজারে ঢুকলে মনে হবে যেন জাতীয় নির্বাচনের ঢেউ লেগেছে । নির্বাচনে কোষাধ্যক্ষ পদে অংশ নেওয়া প্রার্থী বাহারুল ইসলাম বলেন, নির্বাচনে আমি অতীতেও নির্বাচিত হয়েছি এ বারও জয়ী হব বলে আশাবাদী। নতুন এ বছর একজন তরুন প্রার্থী ইকবাল হোসেন সাধারণ স¤পাদক পদে অংশ নিয়ে তিনিও জয়ী হবেন বলে আশা করছেন। তিনি আরও বলেন আমি নির্বাচিত হলে ব্যাবসায়ীরা যাতে নির্ভয়ে ব্যাবসা করতে পারে সে ব্যাবস্থা করবো। ১২মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতীহীন ভাবে নেওয়া হবে বলে জানান রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ মতিউর রহমান।