শালিখায় সৈনিকের স্ত্রীর লাশ উদ্ধার
বাবুল মোস্তফা, শালিখা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার শতখালিগ্রামের পুকুর থেকে মিমি খাতুন নামে (২০) এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে শালিখা থানা পুলিশ । আজ রবিবার সকালে নিহত মিমের বাবার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরবর্তী পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় । সে শতখালি গ্রামের জরিপ মিয়ার বড় মেয়ে ও রাশেদুল ইসলাম পিন্টুর স্ত্রী। স্বামী পিন্টু কুমিল্লা সেনানিবাসে সৈনিক হিসেবে কর্মরত আছেন। সরোজমিন গিয়ে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে মিম তার বোনদের সাথে ঘুমিয়ে পড়েন সকালে ঘুম থেকে উঠে মিমির মা মেয়েকে ঘরে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করতে থাকে এক পর্যায়ে তাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরবর্তী নিমাই বোসের পুকুরে উপুড় হয়ে ভেসে থাকতে দেখে মীমকে। পরে স্থানীয় থানা পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে মৃত ঘোষণা করা হয়। নিহতের পরিবারের অভিযোগের তীর মিমের স্বামী রাশেদুল ইসলাম পিন্টু দিকে। অপরদিকে পিন্টুর পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, পিন্টু এবং তার স্ত্রী মিমের মধ্যে সবসময় ভাল সম্পর্ক বিদ্যমান। কে বা কারা কিভাবে মীমকে মেরেছে এ ব্যাপারে তারা কিছুই জানেন না বলে জানান। শতখালি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু জানান, মৃত্যুর সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যায় এবং মিমের মৃতদেহ দেখতে পাই। এছাড়া তিনি আরও জানান মিমের শশুর মান্নান কাজীকে আমি কয়েকবার মুঠোফোনে ফোন দিয়ে এখানে আসতে বলি কিন্তু তিনি এখনো পর্যন্ত এখানে আসেন নি। শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ তরিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। শালিখা থানা সার্কেল এসপি আবির হাসান শুভ্র ঘটনাস্থল পরিদর্শন করেন।