শার্শায় দৈনিক গ্রামের কাগজের ২০ বছর পূর্তি পালিত
শার্শা অফিস ঃ যশোরের শার্শায় দৈনিক গ্রামের কাগজ প্রতিনিধি কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে দৈনিক গ্রামের কাগজের ২০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় শার্শা উপজেলা প্রতিনিধি এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মনিরুজ্জামান মন্টু উপস্থিত থেকে ১০ পাউন্ডের কেক কেটে দৈনিক গ্রামের কাগজের শুভ জন্মদিন পালন করেন। এসময় প্রধান অতিথি বলেন দৈনিক গ্রামের কাগজ তাদের কলা-কৌসুলীদের নিয়ে অক্লান্ত পরিশ্রম করে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করে সাধারণ পাঠকদের মনি কুঠায় স্থান করে নিয়েছে। গ্রামের কাগজ তার লক্ষে পৌছে গিয়েছে বলে আমি মনে করি। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এটিএন বাংলার বেনাপোল প্রতিনিধি আহম্মদ আলী শাহীন, দৈনিক জনতার বেনাপোল প্রতিনিধি এম ওসমান আলী, দৈনিক গ্রামের কাগজের কাশিপুর প্রতিনিধি নুরুল ইসলাম, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী সূধীও গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শার্শা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডি এর প্রধান শিক্ষক হাফেজ মাওঃ মোঃ মাহমুদুল হাসান বিন নিজামী।