শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শালিখা উপজেলা পূজা উদযাপন কমিটির বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শালিখা (মাগুরা) প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শালিখা শাখার আয়োজনে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আড়পাড়া কেন্দ্রীয় মন্দিরে সকাল ১১ টায় অনুষ্ঠিত হওয়া উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শ্যামল কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) গৌতম বিশ্বাস, ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার প্রমুখ। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সীতান বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নির্মল বিশ্বাস প্রমুখ। উক্ত সভায় উপজেলার ১৫৪ টি দূর্গাপূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্হিত ছিলেন।