রাজগঞ্জে বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মটরসাইকেল চালক দল চ্যাম্পিয়ন
উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস৷
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজগঞ্জের মানিকগঞ্জ ক্রিকেট মাঠে ফাইনাল খেলায় টসে জিতে মটর সাইকেল চালক একাদশ নির্ধারিত ১২ ওভারে ব্যাট করে ১২৮ করে। জবাবে নীলকুটি একাদশ ব্যাট করতে নেমে ১০০ রানে আল আউট হয়ে যায়।
খেলা শেষে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের তামিম ইকবাল ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন সাথী।
বীরমুক্তিযোদ্ধা এস এম লুৎফর রহমানের ছোট ভাই সাংবাদিক এস.এম রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন- ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাওছার আহম্মেদ, সন্মানি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ঝাঁপা ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মাষ্টার খোরশেদ আলম, কৃষকলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান গোলাম রসুল চন্টা, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা আমিনুর রহমান, মেম্বার আব্দুর রশীদ, শাহিনারা বেগম, যুবলীগ নেতা রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, বিপ্লব হোসেন, জুযেল রানা অপু প্রমুখ। খেলায় প্রচুর র্দশক সমাগম ঘটে। খেলাটি পরিচলনা করেন, রিপন ও সলেমান হোসেন।