যশোরে সন্রাসীদের ছুরিকাঘাতে যুবক খুন
যশোর প্রতিনিধি : যশোর উপশহরের শিশু হাসপাতালের সামনে রোববার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এহসানুল হক ইমু(৩৫) নামে যুবক খুন হয়েছেন। ইমু উপশহরের বি-ব্লক এলাকার ইকবাল হোসেন ইকুর ছেলে৷ নিহত ইমুর পিতা ইকবাল হোসেন ইকু জানায়, তিনি লোক মূখে শুনেছেন রোববার রাত আট টার দিকে, উপশহর শিশু হাসপাতালের সামনে দুইজন সন্ত্রাসী একে অপরের সাথে ঝগড়া গোলোযোগ করছিলো এসময় ইমু এগিয়ে যেয়ে তাদের ঠেকাতে যায়৷ ওই সময় ইমু একজনকে থাপ্পড় দেয়৷ সে সময় একজন ইমুর পেটে ও দুই রানে ছূরি মারে পালিয়ে যায়৷ পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ইমুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে ৷ চিকিৎসাধীন অবস্থায় রাত নয় টার দিকে সার্জারী বিভাগের ইন্টার্ণ চিকিৎসক জান্নাতুল নেছা ইমুকে মৃৃৃৃত ঘোষনা করে বলেন অতিরিক্ত রক্ত ক্ষরণের কারনে তার মৃৃত্যু হয়েছে ৷ কোতয়ালী থানার উপ-পরিদর্শক(এস আই) মোকলেছুজ্জামান বলেন আসামীর নাম ঠিকানা সংগ্রহ ও তাদের আটকের অভিযানে আছে পুলিশ৷।