মাগুরার শ্রীপুরের বাসের ধাক্কায় প্রাণ হারালো দুই জন
মাগুরা থেকে বাবুল মোস্তফাঃ মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা কালিনগর এলাকায় শনিবার রাত ৮টার দিকে বাসের ধাক্কায় রাস্তার পাশে কর্মরত মফিজ (২৪) আশরাফুল (৪৫) নামে দুই বিদ্যুৎ বিভাগের শ্রমিক মৃত্যু হয়েছে।মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান- রাত ৮টার দিকে মাগুরা-ফরিদপুর মহাসড়কের কালিনগর এলাকায় রাস্তার পাশে গাড়ি থামিয়ে বিদ্যুতের খুটিতে কাজ করছিল বিদ্যুৎ বিভাগের শ্রমিকেরা। এ সময় রয়েল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে ওই গাড়িটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মফিজ ও আশরাফুল গুরুতর আহত হন। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত মফিজের বাড়ি ঝিনাইদহ ও আশরাফুলের বাড়ি যশোর জেলায়। সদর হাসপাতালে দ্বায়িত্বরত চিকিৎসক ডা. পরিক্ষীত পাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ গোয়ালন্দ ঘাটের কাছ থেকে বাসটি আটক করেছে বলে সংবাদ পাওয়া গেছে।