মোঃ একুব্বার রহমান : গত মঙ্গলবার গভীর রাতে বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তায় নিয়োজিত আনসার প্লাটুন কমান্ডারের নেতৃত্বে বন্দর অভ্যন্তরে পন্য চুরিকালে এক চোরাকারবারিকে আটক করেছে আনসার।

জানা গেছে গত ৪ জানুয়ারি মোঃ ইয়ামিন কবির বেনাপোল স্থলবন্দরে আনসার প্লাটুন কমান্ডার (পিসি) হিসেবে যোগদান করেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মোঃ ইয়ামিন কবিরের নেতৃত্বে একদল আনসার সদস্য নিয়ে বেনাপোল রপ্তানি টার্মিনাল হতে একদল চোর চক্রকে ধাওয়া করে, এসময় সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও মোঃ হাবিবুর রহমান নামে এক চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যাক্তি স্থানীয় বড় আচড়া গ্রামের মোঃ সাহাদৎ হোসেনের পুত্র।

জানা যায়, চোর চক্রটি দীর্ঘদিন যাবত বন্দর অভ্যন্তর হতে ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন পন্যসামগ্রী চুরি করে আসছিল।

এ বিষয়ে এ প্রতিবেদককে পিসি মোঃ ইয়ামিন কবির জানান, গত মঙ্গলবার রাত আনুমানিক ১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, একদল চোর রপ্তানি টার্মিনাল হতে ভারতীয় পন্য বোঝাই গাড়ি থেকে কেবলের তার চুরি করছে। আমি ও আমার সদস্যগন তাৎখানিক সেখানে উপস্থিত হয় ও মালামালসহ হাবিবুর রহমান নামের একজনকে আটক করতে সক্ষম হয়। চোরকে চালান দেওয়ার কথা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তাকে জানানোর পর পরবর্তী ব্যাবস্থা গ্রহন করা হবে।