বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগ কতৃক গরীব দুস্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সোহাগ হোসেন : যশোরের বেনাপোলে বড় আঁচড়া ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ এর নিজস্ব অফিসে সেক্রেটারি মোঃফয়সাল আহাম্মেদ উজ্জল এর নিজ অর্থায়নে ৪০ টি অসাহয় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করেন।
শনিবার(২৩শে মে) বিকাল ৪টার সময় শার্শা উপজেলার বেনাপোল বড় আঁচড়া ৯নং ওয়ার্ডএর ৪০ টি অসহায় পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরন করেন এবং প্রতিটি অসাহয় মানুষের বাড়িতে পৌছায়ে দেন।
বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি বাবলু রহমান সেক্রেটারি মোঃফয়সাল আহাম্মদ উজ্জল ও দপ্তর সম্পাদক সম্রাট ও পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃবাবলুর রহমান এসব খাদ্য সামগ্রী বন্ঠন করেন। সেক্রেটারি ফয়সাল বলেন,করোনার প্রভাবে গ্রামের অনেক পরিবার আজ অসাহয় হয়ে পড়েছে। সামনে ক দিন পরে ঈদ আসছে তাই আমার নিজ তহবিল থেকে আমাদের ওয়ার্ডএ কর্মহীন অসহায় গরীবদের জন্য কিছু করার চেষ্টা করেছি।তার ধারাবাহিকতায় ৪০টি পরিবারের মাঝে লাচ্চাসেমায়,সুজি,চিনি,দুধ,সাবা ন,বাদাম,কিসমিচ, লুজ সেমায়, ডালডা,নুডুস বিতরন করি। আমরা সামার্থ অনুযায়ী খাদ্য বিতরন অব্যাহত থাকবে।