বেনাপোল আনসার বাহিনীর উদ্যোগে করোনা ভাইরাসের সচেতনাতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ
মোঃ সাইদুল ইসলাম : বেনাপোল স্থল বন্দরে কর্মরত আনসার বাহিনীর উদ্যোগে মঙ্গলবার বিকালে বন্দর এলাকায় জনগণকে করোনা ভাইরাসের সচেতনাতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা করেছে।
অত্র এলাকায় সিমান্ত চেকপোষ্টে পাসপোর্ট যাত্রী, ইজিবাইক ড্রাইভার, ট্রাক ড্রাইভার, হেলপার ও পথচারীদের মাঝে এ করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল রাসেল, মোঃ সাকিবুজ্জামান, ক্যাম্প ইনচার্জ (পিসি) বেনাপোল স্থল বন্দর আনসার বাহিনী ও ক্যাম্পে কর্মরত আনসার বাহিনীর সদস্যরা।
ক্যাম্প ইনচার্জ সাকিবুজ্জামান জানান, জন সাধারনকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনাতার লক্ষ্য্যে এ লিফলেট বিতরণ করা হয়েছে।