বেনাপোলে পাচারের সময় ১৪টি স্বর্নেরবারসহ পাচারকারি আটক
সিমান্ত প্রতিনিধি: ভারতে পাচারের সময় ১৪টি স্বর্নেরবার সহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ইমরান উল্লাহ সরকার বলেন,শনিবার রাতে পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্টের সামনে থেকে দিলীপ হাওলাদারকে (৩৫) আটক করা হয়।
আটক দিলীপ হাওলাদার(৩৫) শার্শা উপজেলার বেনাপোলের পুটখালী পূর্বপাড়ার ক্ষুদিরাম হাওলাদারের ছেলে।
গ্রামের সংবাদকে ইমরান উল্লাহ সরকার বলেন,ভারতে স্বর্নপাচারের গোপন সংবাদ পেয়ে পাঁচভুলোট বিওপি’র একটি টহলদল অভিযান চালিয়ে দিলীপকে আটক করে ।
পরে তার দেহ তল্লাশী করে অভিনব পদ্ধতিতে সেন্ডেলের সোলের ভেতর লুকায়িত অবস্থায় ১৪টি স্বর্নের বার পাওয়া যায়।
আটক সোনার ওজন ১কেজি ৬৩০ গ্রাম, যার বাজার মূল্য ৮১ লক্ষ ৫০ হাজার টাকা।
আটক দিলীপের বিরুদ্ধে স্বর্ন পাচারের মামলা ও উদ্ধারকৃত স্বর্ন বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে বিজিবির এই কর্মকর্তা জানান ।