বিড়ির উপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার ও বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষনার দাবিতে শার্শায় মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : বিড়ির উপর বৈষম্যমূলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহার এবং বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষনার দাবিতে যশোরের বৃহত্তর শার্শা অঞ্চলের বিড়ি ভোক্তা পক্ষের ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে ।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের মহিলা বিষয়ক সম্পাদিকা মায়া খাতুন বলেন, মঙ্গলবার দুপুরে যশোর বেনাপোল মহাসড়কের নাভারন সাতক্ষীরা মোড়ে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয় ।
যশোরের বৃহত্তর শার্শা অঞ্চলের বিড়ি ভোক্তা পক্ষের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয় ।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নির্বাহী সদস্য শান্ত কুমার সাহা বলেন, বিড়িতে ৫শতাংশ সম্পুরক শুল্ক বাড়ানো হয়েছে অথচ সিগারেটে বাড়ানো হয়নি। এতে বহুজাতিক কোম্পানিগুলো বেশি সুযোগ সুবিধা পাচ্ছে।
মিজানুর রহমান বলেন, প্রতিবছর বাজেটে বিড়ির দাম বাড়ানো হয় তাই বছর এলেই আমরা আতঙ্কে থাকি কখন এর মূল্য আবারো বেড়ে যায়। বিড়ি শিল্পকে ভারতের মত কুটির শিল্প ঘোষনার দাবি জানাচ্ছি।
শ্রমিক নেতা হাফিজুর রহমান বলেন, সিগারেটের উপর প্রয়োজনে অতিরিক্ত কর বসিয়ে বিড়ির উপর অতিরিক্ত কর প্রত্যাহার করতে হবে। তা না হলে বিড়ি শ্রমিকরা আগামীতে কঠোর কর্মসূচি ঘোষনা করবে ।