বিদ্যুৎস্পৃষ্টে নিহত শিশু বিল্লালের পরিবারে শোকের ছায়া
চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মালেশিয়া প্রবাসী মোঃ মহিদুল ইসলামের পুত্র বিল্লাল হোসেন (১০) নামের এক শিশুর বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু বিল্লাল আজ সকালের দিকে বাড়ির টিউবওয়েলে পানি খেতে যায়। এসময় টিউবওয়েলের সাথে সংযোগকৃত মোটরের বিদ্যুতলাইনে বিল্লাল হোসেনের হাত লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই পড়ে থাকে। বেশ কিছু সময় বিল্লাল কে তার বোন খাদিজা না দেখতে পারায় খুজাখুজি শুরু হয়। এক সময় নিহতের বোন খাদিজা তার ছোট ভাইকে টিউবওয়েলের কাছে পড়ে থাকতে দেখে তার গায়ে হাত দিলে তাকে ও ফেলে দেয়। সে পড়ে গিয়ে চিৎকার করে মাকে জানায় ভাইয়াকে কারেন্টে ধরেছে।
এসময় তার মা বিদ্যুতের মেইন সুইজ অফ করে দ্রুত উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় চৌগাছা ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হযেছে।
সকলের ধারণা বৈদ্যুতিক তার লিক হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত শিশুু বিল্লাল হোসেনের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।