বাঘার পাড়ায় কিশোরী ধর্ষিত : থানায় মামলা
এম.এন.শাহিনুল ইসলাম, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার বরভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান একই স্কুলের ৫ম শ্রেণীর পড়–য়া ছাত্রী (১০)কে নিজ কক্ষে শ্লীলতাহানি ঘটনার অভিযোগ উছেছে।
জানা গেছে, গত বুধবার ৩.৩০ ঘটিকায় স্কুল ছুটির পর তাকে স্কুলে থাকতে বলে । লাইব্রেরিতে ডেকে নিয়ে জোর পূর্বক শ্লীলতাহানি ঘটায়। এই ঘটনা এলকায় ছড়িয়ে পড়লে কিশোরির বাবা দিন মজুরী জোহর আলী বাদী হয়ে বাঘারপাড়া থানা প্রধান শিক্ষকের নামে মামলা দায়ের করেন। যার মামলা ০২, তারিখ ০১/০৮/১৯ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩/ এর ৯ (৪) খ দন্ড বিধি। অপর দিকে বাঘারপাড়ার থানার ওসি জসিম উদ্দিন মামলার প্রেক্ষিতে তাৎক্ষনিক এস আই মাহাবুব কে সংগে নিয়ে সরজমিনে তদন্ত করেন। ধর্ষককারী মিজানুর রহমানকে গ্রেফতার করার জন্য যেয়ে তাকে পাওয়া যায়নি। এলাকাবাসী ও তাদের অভিবাবক ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়ে উদ্বেগ আর উৎকন্ঠায় কাটাচ্ছে। স্কুলের ম্যানিজিং কমিটির সদস্য বিশ্বনাথ দেবনাথ এর সাথে আলাপ কালে তিনি জানিয়েছেন প্রধান শিক্ষক স্কুলে মাঝে মধ্যে অমাবশ্যার চাঁদের মত দেখা যায়।