নড়াইলে জাতীয় পার্টির মত বিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি : নড়াইলে জাতীয় পার্টির উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ে নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার দলীয় নেতা-কর্মীদের নিয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাপার সভাপতি এ্যাডভোকেট মাহবুবুর রশিদ ইমরান, সাধারন সম্পাদক মোহাম্মদ বদরুজ্জামান, লোহাগড়া উপজেলা জাপার সভাপতি মো: এলাহী মোল্লা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম ইমন, জেলা জাপার সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক শিকদার হাদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন হেকমত, সদর উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ মেম্বর, মো: মুস্তাফিজুর রহমান মুক্ত, শ্রমিক পার্টির সাধারন সম্পাদক তাহাজ্জত হোসেন শিকদার।