দৌলতদিয়া – পাটুরিয়া নৌরুটে দু’দিন ধরে লঞ্চ চলাচল বন্ধ
রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ীর দৌলতদিয়া – পাটুরিয়া নৌরুটে তিব্র স্রত ও নদী ভাঙনের কারনে গত দুই দিন ধরে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে এবং ফেরী সিমিত ভাবে চলাচল করছে।
পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে তিব্র স্রত ও ব্যাপক নদী ভাঙনের ফলে গত দই দিন যাবত কোন লঞ্চ চলাচল করতে পারছে না এবং ফেরী চললেও সিমিত ভাবে চলছে। কারন স্রোতের তিব্রতা এতটাই যে দুর্বল ইন্জিনের ফেরীগুলো চলাচল করতে পারছে না। এর ফলে মাত্র ৬ টি ফেরী দিয়ে ছোট যানবাহন ও যাত্রী পারাপার করছে।
এদিকে পারাপার না হতে পেরে শত শত ট্রাক ও বিভিন্ন যাববাহন আটকা পরে আছে নদীর দুই প্রান্তেই। এতে বিশেষ করে কাঁচা মালের ক্ষতিসাধন হচ্ছে।
দৌলতদিয়া ঘাট এলাকায় শত শত বাড়ী ঘড় ভাঙনের কবলে পরে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এভাবে আর কয়েক দিন পানি বাড়লে ও স্রোতের তিব্রতা আরো বাড়লে হয়তো সমস্ত ঘাটটিই নদীগর্ভে বিলীন হয়ে ফেরী চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে এলাকাবাসি মনে করেন।