ড. শ্রী বীরেন শিকদার এম.পি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠলেন কাজী স্পোটিং ক্লাব
শালিখা(মাগুরা)প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত ড. শ্রী বীরেন শিকদার ফুটবল টুর্নামেন্টের গতকাল প্রথম সেমিফাইনালে কাজী স্পোটিং ক্লাব, তিলখড়ি, মাগুরা ৪-০ গোলে আলহাজ্ব নূরল ইসলাম ফুটবল একাডেমী, বেনাপোল’কে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে পা রাখেন। খেলাটি অনুষ্ঠিত হয়েছে শালিখা উপজেলার আড়পাড়া সরকারি হাই স্কুল মাঠ প্রাঙ্গনে। খেলার প্রথমার্দ্ধে কাজী স্পোটিং ক্লাব ২টি গোল করেন এবং দ্বিতীয়ার্দ্ধে আর ২টি গোল করেন। দ্বিতীয়ার্দ্ধে আলহাজ্ব নূরল ইসলাম ফুটবল একাডেমী খেলায় চাঞ্চল্য ফিরিয়ে আনলেও কোন গোলের দেখা পাননি। কাজী স্পোটিং ক্লাবের হয়ে প্রথমার্দ্ধে প্রথম গোল করেন ৯নং জার্সি ধারী খেলোয়াড় মোস্তফা কামাল (২৭ মিনিটে), দ্বিতীয় গোল করেন ১০নং জার্সি ধারী খেলোয়াড় স্বাধীন (৩৮ মিনিটে) এবং দ্বিতীয়ার্দ্ধে প্রথম গোল করেন ১১নং জার্সি ধারী খেলোয়াড় কবির (৪১ মিনিটে), দ্বিতীয় গোল করেন ১৫নং জার্সি ধারী খেলোয়াড় পলাশ (৬৩ মিনিটে)। খেলার ৫১ মিনিটে রেফারী সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কী কাজী স্পোটিং ক্লাবের ১১নং জার্সি ধারী খেলোয়াড় কবির’কে অসৎ আচরণের কারণে লালকার্ড দেখান। উক্ত খেলাটি পরিচালনা করেন সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কী, হাসানুজ্জামান মুন্সী, ফিরোজ মুন্সী, রাফী মোঃ তালহা। কাজী স্পোটিং ক্লাবের পরিচালক কাজী আল-আমিন তার প্রতিক্রিয়ায় বলেন আমি যুব সমাজকে নিয়মিত খেলাধুলার মধ্য দিয়ে মাদক মুক্ত রাখতে চেষ্টা করি। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।