চৌগাছার মৃধাপাড়া মহিলা কলেজের পাঁচ শিক্ষার্থী পেল উদ্দিপনামূলক পুরস্কার
আব্দুল আলীম, চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের একাদশ শ্রেনীর অর্ধ-বার্ষিক পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য পাঁচ শিক্ষার্থীকে উদ্দিপনামূলক পুরস্কারে ভূষিত করা হয়েছে। বুধবার সকালে কলেজের হলরুমে ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের এই পুরস্কার দেয়া হয়। সকল বিভাগের মধ্যে ১ম হয়েছেন বানিজ্য বিভাগের শ্রাবন্তী শ্রেয়া ইতি, ২য় হয়েছেন মানবিক বিভাগের ফাতিমা খাতুন, ৩য় হয়েছেন একই বিভাগের সুমাইয়া আফরিন, ৪র্থ হয়েছেন মৌতুসী পারভীন অদিতি ও ৫ম হয়েছেন বিঞ্জান বিভাগের শিক্ষার্থী মাহবুবা ইসলাম ইমু। কলেজের উপাধ্যাক্ষ আলমগীর সিদ্দিকী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় কলেজের সকল বিভাগের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থরা উপস্থিত ছিলেন।