করোনা সংক্রমণে চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের পর এবার উৎসস্থল চীনকে পেছনে ফেলল বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন শনাক্তের তালিকায় দুই হাজার ৮৫৬ জন মানুষ যুক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৮৪ হাজার ৩৭৯ জন। আর চীনে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৮৩ হাজার ৭৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গেছেন ৪৪ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৩৯ জনে। নতুন সুস্থ হয়েছেন ৫৭৮ জন।
শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে করোনাভাইরাস সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।