আলমডাঙ্গায় ছাত্রী উত্ত্যক্তকারি লাটাহাম্বার চালকের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গায় ছাত্রী উত্ত্যক্তকারি লাটাহাম্বার চালককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার মধুপুর গ্রামের মুকুল আলীর ছেলে সবুজ আলী (২০) সে লাটাহাম্বার গাড়ির হেলপার। আজ সকালে সবুজ লাটাহাম্বার ভর্তি বালি নিয়ে আসে ফরিদপুর গ্রামের মসজিদে।
সে সময় সবুজ আলী আলমডাঙ্গা এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৪ ছাত্রীর শরীরে সিগারেটের প্যাকেটে নিজের মোবাইলফোন নাম্বার লিখে ছুড়ে মারে। এ ঘটনার পর সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রী উত্ত্যক্তকারিকে ফরিদপুর বাজার থেকে আটক করে,আলমডাঙ্গা থানায় নিয়ে আসে।থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জিজ্ঞাসাবাদ শেষে উপজেলা নির্বাহি অফিসার লিটন আলীকে অবহিত করেন।৷ পরে উপজেলা নির্বাহি অফিসার ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত সবুজকে ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।এ সময় জামাজমি ইউপি চেয়ারম্যান ও তার লোকজন সবুজের পক্ষে ১হাজার টাকা পরিষদ করলে তাকে উপস্থিত সকলের সামনে ভবিষ্যতে এ ধরনের কোন কাজ করবে মর্মে অঙ্গিকার ব্যাক্ত করায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।