আলমডাঙ্গার বকসিপুরে ৪র্থ শ্রেনীর ছাত্র নাহিদের সাহসিকতায় রক্ষা পেল শিশু আরাফাত
আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গার বকসিপুর গ্রামের ৪র্থ শ্রেনীর ছাত্র নাহিদ হাসানের সাহসিকতায় রক্ষা পেল ৫বছরের শিশু আরাফাত ।গত ১৬ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে বোরকা পড়া অজ্ঞাত এক ব্যক্তি পেয়ারা খাওয়ায়ে অজ্ঞান করে আরাফাতকে নিয়ে যাওয়ার সময় নাহিদের চিৎকারে ফেলে পালিয়ে যায়।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বকসিপুর গ্রামের রাসেল আলী ছেলে আরাফাত হোসেন(৫)। চাকুরীর সুবাদে রাসেল দম্পত্তি ঢাকাতে থাকে। শিশু আরাফাত তার দাদীর কাছে থেকে বড় হচ্ছে। ১৬ জুলাই সকালে আরাফাত বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষে রাস্তায় খেলা করে বেড়ানো সময় তাকে একা পেয়ে অজ্ঞাত বোরকা পড়া একজন তাকে পেয়ারা খেতে দেয়। পেয়ারা খাওয়ার সাথে সাথে আরাফাত নিস্তেজ হয়ে পড়ে এবং মুখ দিয়ে ফ্যানা তুলতে থাকে। পাশের বাড়ি নাজমুলের ছেলে ৪র্থ শ্রেনীর ছাত্র নাহিদ হাসান দোকানে যাওয়া সময় তাকে এ অবস্থা দেখে আরাফাতকে জিজ্ঞাসা করে কার সাথে যাচ্ছিস। আরাফাতকে ছেড়ে দাও না হলে আমি চিৎকার করবো বললে। ওই বোরকা পড়া অজ্ঞাত ব্যক্তি আরাফাতকে ফেলে পালিয়ে যায়। আরাফাত কে স্থানীয় একটি ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তার জ্ঞান ফিরে আসলে বাড়িতে নিয়ে যাওয়া হয়। অনেক খোজাখুজি করেও বোরকাপড়া অজ্ঞাত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।কে ঐ বোরকা পর মহিলা?